তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী মৌলভীবাজার জেলা ইজতেমা শুরু হয়েছে। এবারের ইজতেমায় বিদেশি জামাতসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লি অংশ নেবেন বলে জানিয়েছেন তাবলীগ জামাতের সংশ্লিষ্ট দ্বায়িত্বশীল সূত্র। এবারের ইজতেমায় বিদেশি জামাতসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাদ ফজর শহরতলীর পুলিশ লাইন্সের পাশে তাবলীগ জামাতের জেলা মারকাজের নিজস্ব মাঠে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় এ কার্যক্রম। আর ১৪ ডিসেম্বর শনিবার ফজরের নামাজের পর হেদায়াতের বয়ান শুরু হয়ে এরপর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তিনদিনের আনুষ্ঠানিকতা।
মাঠের বিশাল অংশজুড়ে সামিয়ানা তৈরি করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে ইজতেমায় অংশ নিতে তাবলিগের সাথীরা জামাতবন্দী হয়ে আসতে শুরু করেছেন। ইতোমধ্যে থাইল্যান্ড থেকে ৯ জনের একটি জামাত এসে পৌঁছেছে বলে জানিয়েছেন জেলা তাবলীগ জামাতের আমির মো. আব্দুল হাই। জেলার শীর্ষ এই দ্বায়িত্বশীল জানান, তিন দিনব্যাপী জেলা ইজতেমায় কাকরাইল মসজিদ থেকে ১০ সদস্যের একটি টিম অংশ নেবে।
এ বিষয়ে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, ইজতেমাকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
টিএইচ